প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
মধুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১
    
টাঙ্গাইলের মধুপুরে রূপালী ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আপন মিয়া (২৫) এর গ্রাম মুলবাড়ী, সরিষাবাড়ী জামালপুর এবং তার স্ত্রীর ফারজানা আক্তার (১৯) গুরুতর আহত হয়েছেন । বুধবার (০১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 
দুপুর ১২টার সময় ৯৯৯ হতে সংবাদের ভিত্তিতে রুপালি ফিলিং স্টেশন সামনে জামালপুর রোড, সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-০০০৭) মধুপুর থেকে জামালপুর যাওয়ার পথে পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যান এর পিছনের চাকার মধ্যে আটকা পড়ে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন এবং সাথে থাকা আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ পাওয়ার পর মধুপুর ফায়ার সার্ভিসের ০২টি ইউনিট স্টেশন অফিসার বোরহান আলী নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নিহত অবস্থায় উদ্ধার করে বডি ব্যাগে করে মধুপুর থানার  সাব-ইন্সপেক্টর জিয়াউল সাহেবের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com